muktalekhaa


মুক্তলেখা : গনুহ / লিনাক্সে ফোনেটিক বাংলা লেখার মুক্ত সফটওয়ার

If you cannot view Bengali in this page, your browser and/or system needs to be configured to show bangla letters. Make sure you have unicode bangla fonts installed. Also, Google to find a number of good guides about how to configure your system, depending on your OS.



IMPORTANT NOTICE:

This project has been superseded by the following two, and as such won't be developed any further:

1) Muktalekhaa Online : http://sayanriju.co.cc/mol

2) Muktalekhaa IME : https://code.launchpad.net/~sayanriju/muktalekhaa/m17n

The latter, which is the current focus of development, comprises of a m17n database .mim file, to be used with existing Input Method platforms like SCIM and IBUS. This makes it possible to write Bangla on any Linux application rather than a specific text editor! It may be noted that several keymap changes have been incorporated in it to make it "more" phonetic.



http://i217.photobucket.com/albums/cc135/shamikspics/logo1.png

MUKTALEKHAA

Phonetic Bangla/Bengali typing free software for GNU/Linux released under GNU general public license (version 3)

মুক্তলেখা

গনুহ জেনারাল পাব্লিক লাইসেন্সকৃত (ভার্সান ৩) গনুহ / লিনাক্সে ফোনেটিক বাংলা লেখার মুক্ত সফটওয়ার

মুক্তলেখায় টাইপিং

মুক্তলেখা গনুহ / লিনাক্সের জন্য ফোনেটিক অর্থাৎ ধ্বনি-ভিত্তিক বাংলা নোটপ্যাড । মুক্তলেখায় আপনি ইংরাজী হরফে ধ্বনি-ভিত্তিক বাংলা টাইপ করে সম্পূর্ণ টেক্‌স্টের পর স্পেসবার দিয়ে বাংলা হরফে বদল করতে পারবেন । মুক্তলেখায় যুক্তাক্ষর স্বয়ংক্রিয় অর্থাৎ আপনি gr লিখলে স্বয়ংক্রিয় ভাবে গ্র হবে। আপনি যদি যুক্তাক্ষর না লিখে আলাদা আলাদা অক্ষর লিখতে চান তাহলে দুটি ব্যঞ্জনবর্নের মাঝে a লিখে আলাদা করুন। উদাহরণ:- গরম লিখতে লিখুন garam

মুক্তলেখা লে-আউট

http://i217.photobucket.com/albums/cc135/shamikspics/muktolekha.png

মুক্তলেখা সহায়িকা

মুক্তলেখায় বাংলা লেখার জন্য উদাহরণস্বরূপ কিছু শব্দের ইংরাজী প্রতিবর্ণ দেওয়া হল :-

  • চাঁপা ---> chaa^paa
  • প্রতিবর্ণ ---> pratibarN
  • ব্রাহ্মণ ---> braahmaN
  • ক্ষেত্র ---> kSetra
  • বিজ্ঞান ---> bijNGaan
  • ব্যাঞ্জন ---> bYaaNGjan
  • গঙ্গা ---> ganGgaa
  • সুর্‌রিয়াল ---> surriyaal
  • বন্‌‌ধ ---> ban`dh
  • অর্থাৎ ---> arthaat`
  • কিংকর্তব্যবিমূঢ় ---> kingkartabYabimURh

মুক্তলেখায় লিপ্যন্তর ঘটে স্বয়ংক্রিয়ভাবে, প্রতিটি শব্দ টাইপ হওয়ার শেষে SPACE টেপা মাত্র।

মুক্তলেখা ইনস্টলেশন

মুক্তলেখা pythonwxpython এর উপর নির্ভরশীল। মুক্তলেখা ইনস্টল করবার আগে দয়া করে দেখে নিন wxpython ইনস্টলড কিনা । wxpython না থাকলে মুক্তলেখা কাজ করবে না । কিছু কিছু লিনাক্স ডিস্ত্রিবিউশন-এ (যেমন উবুন্টু ) এটা python-wxgtk2.8 নামে রিপোজিটরিতে অন্তর্ভুক্ত। আর অবশ্যই, আপনার system-এ অন্তত একটি বাংলা ইউনিকোড ফন্ট থাকতে হবে। এরপর আপনি মুক্তলেখা ডাউনলোড করে tar.gz ফাইলটি যে কোন একটি ডাইরেক্টরিতে এক্সট্র্যাক্ট করুন। তারপর টার্মিনালের মাধ্যমে সেই ডাইরেক্টরিতে গিয়ে কম্যাণ্ড দিন-

sudo ./installer

(বিশদ জানতে tarball-এর মধ্যেকার README ও INSTALL ফাইলগুলি দেখুন)

ইনস্টল হওয়ার পরে আপনি টার্মিনালে muktalekhaa কম্যাণ্ড দিয়ে মুক্তলেখা শুরু করতে পারবেন।

তবে গুহ্‌‌নোম , কে.ডি.ই , এক্স.এফ্.সি.ই , প্রভৃতি তে মুক্তলেখা নামটি মেনুতে দেখতে পাওয়া উচিত । যেমন্, উবুনটু তে এটি পাবেন Menu -> Accessories -> Muktalekhaa

মুক্তলেখা স্ক্রীনশট

http://i217.photobucket.com/albums/cc135/shamikspics/muktalekha1.png

মতামত

আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপুর্ণ । মতামত দিন এই ঠিকানায় sayan.marchlinux@gmail.com

Project Information

Labels:
bangla bengali phonetic text editor linux gnulinux python wxpython